পদকের আশা রোমানদের

13

আরচ্যারি খেলায় বাতাস বড় এক প্রভাবক। কোনিয়া পাহাড়ি শহর হওয়ায় এখানে বাতাস বয় যথেষ্ট। সেটা অবশ্য বাংলাদেশের অনুক‚লেই রয়েছে বলে মনে করেন দেশসেরা আরচ্যার রোমান সানা, ‘আজ অফিসিয়াল অনুশীলন করলাম। বেশ ভালোই হয়েছে। বাতাসে তেমন সমস্যা হয়নি।’ তবে বিগত ৩ দিন অবশ্য একটু সমস্যা হয়েছিল বাতাসে। ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ এখনো পদক পায়নি। অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকসের ফাইনালে উঠলেও পদক পায়নি। আরচ্যাররাই এখন বাংলাদেশের আশা ভরসা। পদক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রোমানও, ‘এখানে আমাদের পদক জয়ের ভালো সম্ভাবনা আছে। পরিবেশ অনুক‚লে থাকলে আমরা স্বাভাবিক খেলা খেলতে পারলে পদক জেতা সম্ভব।’ বাংলাদেশ আইএসএসএফ আরচ্যারিতে কয়েক বছর আগে স্বর্ণপদক জিতেছিল। এবার আইএসএসএফ ইসলামিক সলিডারিটি গেমসে স্বর্ণ জেতার চ্যালেঞ্জ।