পথের দিশা রবীন্দ্রনাথ

39

বোশেখ মানে রোদ ঝিকমিক আকাশও গনগন
এমন সময় দুলে ওঠে আমার ব্যাকুল মন
রিনিকঝিনিক ছন্দ সুরে পাখিরা গায় গাছে
মনপবনের নাও ভাসালাম রবি’র সুরের কাছে।

মৃদঙ্গ খোল একতারা গায় মন্দিরে মন্দিরে
সুরের ধারায় গীতাঞ্জলি আমায় আছে ঘিরে
এক্কা দোক্কা খেলছে বিনু,উঠোন জুড়ে মেলা
রবীন্দ্রনাথ আমার প্রাণে ভাসিয়ে দেন ভেলা।

দুঃখতাপে বিশ্বকাঁপে ভাসে সোনারতরী
রবীন্দ্রনাথ পথের দিশা সঞ্চয়িতা পড়ি
যখন সেথায় থাকি আমার স্বপ্নে রবীন্দ্রনাথ
আমায় আশিস করো গুরু আনব রাঙ্গা প্রভাত।