পত্রিকা বিলি আর পড়ালেখা স্নাতকোত্তর পাস ‘হকার ছোটন’

12

ঘরে বৃদ্ধ বাবা-মা। সংসারে আর্থিক টানাপোড়েন। অন্য দশজনের মতো পড়ালেখার সুযোগ নেই। কিন্তু নজরুল ইসলামের ইচ্ছাশক্তি ও পরিশ্রমের কাছে এসব সীমাবদ্ধতা হার মেনেছে। নাম নজরুল ইসলাম হলেও সবাই অবশ্য তাঁকে ‘হকার ছোটন’ নামেই চেনেন। কারণ, পত্রিকা বিলি করে নজরুল নিজের পড়ালেখার খরচ চালিয়েছেন, একই সঙ্গে খরচ জুগিয়েছেন বৃদ্ধ মা-বাবার। সম্প্রতি নজরুল স্নাতকোত্তর পাস করেন। এর আগে স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। নজরুলের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। মা-বাবা সেখানেই থাকেন। নজরুল থাকেন চট্টগ্রামে। উচ্চ মাধ্যমিক পাসের পরে পত্রিকা বিলির কাজ শুরু করেন তিনি। ২০১৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু অর্থের অভাবে ভর্তি হতে পারেননি। এক বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ইসলামিক স্টাডিজে স্নাতকে (সম্মানে) ভর্তি হন। ২০২১ সালে স্নাতক পাস করেন নজরুল। ২০২২ সালে এসে পেলেন স্নাতকোত্তর ডিগ্রি। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠেন নজরুল। এরপর পত্রিকা নিয়ে বাসায় বাসায় সেই পত্রিকা পৌঁছে দেন। পত্রিকা দেওয়া শেষ হলে কলেজে যেতেন। নজরুল ইসলাম বলেন, কলেজে পড়ে পত্রিকা বিলি করায় অনেকে অনেক কথা বলতেন। কিন্তু কোনো কাজকে ছোট করে দেখেন না তিনি। আর বিলি করে যা আয় হয়, তা দিয়ে নিজের পড়ালেখার খরচ চালান। অবশিষ্ট টাকা গ্রামের বাড়িতে মা-বাবার জন্য পাঠিয়ে দেন। বিসিএস কর্মকর্তা হতে চান জানিয়ে নজরুল বলেন, বিসিএস ও সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন।
চাকরি না পাওয়া পর্যন্ত পত্রিকা বিলি করবেন তিনি। ‘হকার’ নজরুলের স্নাতকোত্তর পাসের খবর পাওয়ার পর গত মঙ্গলবার নগরের চেরাগী মোড়ের চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে নজরুলকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী, সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক ওসমান গণি প্রমুখ। বিজ্ঞপ্তি