পতেঙ্গা সার্কেল ভ‚মি অফিসে ভ‚মিসেবা সপ্তাহ পালন

26

 

ভ‚মি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পতেঙ্গা সার্কেল ভ‚মি অফিসের আওতাধীন তিনটি পৌর ভ‚মি অফিসে একযোগে ভ‚মিসেবা সপ্তাহ পালন করা হচ্ছে। ২৩ মে সেবা সপ্তাহ পালন উপলক্ষে সেবা প্রত্যাশীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং আগত সকল সেবা গ্রহীতার সেবা প্রাপ্তি সুনিশ্চিতকল্পে ২৪ ঘন্টার মধ্যে নামজারী ও জমা খারিজ খতিয়ান স্ব-স্ব সেবা গ্রহীতার হাতে তুলে দেওয়া হয়েছে। খতিয়ান প্রদান করেন পতেঙ্গা সার্কেল ভ‚মি অফিসের সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। এসময় উপস্থিত ছিলেন কানুনগো মাহমুদুল ইসলাম, সার্ভেয়ার মোহাম্মদ সেলিম, নাজির অরুন কান্তি মল্লিক ও স্বদেশ শর্মা।
পতেঙ্গা সার্কেল ভ‚মি অফিসের সহকারী কমিশনার (ভ‚মি) বলেন, নিষ্কন্টক জমির নির্ঝঞ্চাট নামজারী নিশ্চিত করণের লক্ষ্যে ই-নামজারী এবং ঘরে বসে জমির খাজনা প্রদানের জন্য অনলাইন ভ‚মি উন্নয়ন কর প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসাধারণের ভ‚মি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হ্যান্ডবিল, লিফলেট, ব্যানার ও ক্যাম্পের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। ভ‚মিসেবা সপ্তাহ চলাকালীন সময়ে সর্ব্বোচ ভ‚মি উন্নয়ন কর প্রদানকারীকে সম্মাননা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভ‚মিসেবা সপ্তাহের দুই কর্মদিবসে প্রায় ২০ লক্ষ টাকা ভ‚মি উন্নয়ন কর আদায় করা হয়েছে। তিনি বলেন, সকল ভূমি মালিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। গত ১৯ মে থেকে শুরু হওয়া ভ‚মিসেবা সপ্তাহ আগামী ২৫ মে পর্যন্ত চলমান থাকবে। বিজ্ঞপ্তি