পতেঙ্গা সমুদ্র সৈকতের ইজারা দেয়ার সিদ্ধান্ত অযৌক্তিক

23

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কার্যকরী পরিষদের চেয়ারম্যান ডাক্তার শেখ শফিউল আজম ও মহাসচিব আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর সংবাদ পত্রে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে বলেছেন, চট্টগ্রাম দেশের বৃহত্তম বন্দর নগরী হওয়া সত্তে¡ও এখানে বিনোদনপ্রেমীদের জন্য উল্লেখযোগ্য কোন স্পট নেই। তবে চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্র সৈকতের কিছুটা অভাব পূরণ করে আসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এটি নিয়েও এখন একটি মহল বিবিধ অশুভ পাঁয়তারায় লিপ্ত হয়েছে। এ উন্মুক্ত বিনোদন স্পটটি সুদীর্ঘ দিন ধরে বিনোদনপ্রেমীদের ঠিকানা হওয়াতে সকল শ্রেণীর মানুষই এ সুবিধা গ্রহণ করে আসছে। সুতরাং হঠাৎ করে এটি পাবলিক অপারেটরের নিকট ইজারা দেয়ার সিদ্ধান্ত নেয়াটা কোনভাবেই যৌক্তিক নয়। কারণ এতে নির্দিষ্ট একটি শ্রেণী ব্যতীত সাধারণ মানুষ কোনভাবেই উপকৃত হবে না। যা নিতান্তই দুঃখজনক এবং গণবিরোধীও বটে। অতএব চট্টগ্রামের এ গুরুত্বপূর্ণ স্থানটি সকল শ্রেণী-পেশার মানুষের জন্য উন্মুক্ত রেখে পাবলিক অপারেটরে ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিল করার জন্য নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন।