পতেঙ্গা ও ইপিজেড থানা পূজা পরিষদের যৌথ বার্ষিকসভা

98

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগর নিয়ন্ত্রণাধীন পতেঙ্গা ও ইপিজেড থানা পূজা উদ্যাপন পরিষদ এর যৌথ বার্ষিক সাধারণ সভা দীপিকা সংঘ মহাজন পাড়া উত্তর পতেঙ্গা শিব মন্দিরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের সভাপতি এ্যাড. চন্দন তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন থানা পূজা কমিটির উপদেষ্টা এড. মোহন লাল মহাজন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক লায়ন আশীষ ভট্টাচার্য, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, যুগ্ম সম্পাদক মিথুন মল্লিক, সাংগঠনিক সম্পাদক সজল দত্ত, সিনিয়র সদস্য বিপ্লব চৌধুরী, প্রদীপ শীল, দপ্তর সম্পাদক দোলন দেব, প্রচার সম্পাদক এড. টিপু শীল জয়দেব, শিক্ষা ও গবেষণা সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, সদস্য সমীর মহাজন লিটন, উত্তম কুমার শীল, লিটন চৌধুরী। এতে সভাপতিত্বে করেন পূজা পরিষদের সভাপতি উত্তম মহাজন নব (ইপিজেড থানা) ও সৈকত মহাজন সাজু (পতেঙ্গা থানা)। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা পূজা কমিটির অর্থ সম্পাদক কাজল চৌধুরী। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুজন শীল(ইপিজেড থানা), সীতম শীল (পতেঙ্গা থানা), আঞ্চলিক কমিটির পক্ষে বক্তব্য রাখেন বিকাশ শীল, দেবব্রত সরকার, কাজল লোধ, সুজন মজুমদার মনি, বাসুদেব সেনগুপ্ত, যীশু দত্ত, স্বরূপ শীল, বাপ্পু দাশ, দোলন দাশ, রিপন দাশ, কৃষ্ণা দাশ, দেবী রানী, জেকি শীল, সুমন দাশ, শীতল দাশ, অন্তু মহাজন, উপদেষ্টা পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সুকুমার শীল। প্রধান অতিথি মহানগর পূজা পরিষদের সভাপতি এ্যাড. চন্দন তালুকদার বলেন, শারদীয়া দূর্গোৎসব বাঙালির প্রাণের উৎসব। নগরীর ১৬টি থানা আওতাধীন অধিকাংশ প্রতিমা নিরঞ্জনের স্থান পতেঙ্গা সমুদ্র সৈকত ইপিজেড এবং পতেঙ্গা থানা নেতৃবৃন্দের যে সহযোগিতা প্রদান করেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই বছরও হাজার হাজার দর্শনার্থী যাতে সুস্থ সুন্দর পরিবেশে প্রতিমা নিরঞ্জন সমাপণ করতে পারে সকলের সহযোগিতা চেয়েছেন। বক্তব্য শেষে মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি পূজা কমিটির সকলকে অগ্রিম শারদীয়া শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি