পতেঙ্গায় বেঙ্গল এয়ারলিফট গ্রুপের সিএফএস শেড উদ্বোধন

13

পতেঙ্গায় দেশের অন্যতম ও বৃহৎ ফ্রেইড ফরোয়ার্ডিং এবং লজিষ্টিক কোম্পানি বেঙ্গল এয়ারলিফট গ্রæপের নিজস্ব অর্থায়নে নির্মিত অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা সম্বলিত সিএফএস শেড ‘বেঙ্গল এয়ারলিফট সিএফএস শেড’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ১৮ মে দুপুরে নগরীর লালদিয়ার চর পূর্ব পতেঙ্গা ইনকনট্রেড লিমিটেডে বেঙ্গল এয়ারলিফট গ্রæপ আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সিএফএস শেড উদ্বোধন হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বেঙ্গল এয়ারলিফট গ্রæপের চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান বলেন, বেঙ্গল এয়ারলিফট গ্রæপ ফ্রেইড ফরোয়ার্ডিং এবং লজিষ্টিক কোম্পানি হিসাবে দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। এই শেড নির্মাণের ফলে দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা আনয়নে আরো বড় ভূমিকা রাখবে। এই লক্ষ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আরিফ রহমান বেঙ্গল এয়ারলিফটকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার পেছনে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আরিফ রহমান, ইনকনট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহসীন সরকার, বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের পরিচালক ফাইকা নাসের, পরিচালক (চট্টগ্রাম) শারমিন হোসেন, বেঙ্গল এয়ারলিফট গ্রæপের নির্বাহী পরিচালক ও বিভাগীয় সিইও বাহাউদ্দিন মিয়া, নির্বাহী পরিচালক (ফিন্যান্স) অপূর্ব কুমার সাহা, সিইও-কার্গো ক্লাষ্টার মারুফ হোসেন খান, ইনকনট্রেডের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, জিএম জাকির হোসেন, সিইও এহসান তানভী, বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের এজিএম (চট্টগ্রাম) কল্যাণ পাল, সিনিয়র ম্যানেজার (এডমিন এন্ড মিডিয়া) সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ফিতা ও কেক কাটার মধ্যদিয়ে বেঙ্গল এয়ারলিফট গ্রæপের সিএফএস শেড উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি