পণ্য পরিবহন সংকটে চট্টগ্রাম বন্দর

13

নিজস্ব প্রতিবেদক

১৫ দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার কর্মবিরতির কারণে পণ্য পরিবহনে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। পণ্যবাহী প্রাইম মুভার, কাভার্ডভ্যান ও ট্রাক বন্ধ থাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বন্দর চত্বর থেকে আমদানি পণ্য খালাস ও ডিপো থেকে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পরিবহন কার্যত বন্ধ হয়ে পড়েছে। এদিন বন্দর থেকে পণ্য নিয়ে কোনো গাড়ি প্রবেশ করতে পারেনি, পণ্যবাহী কোনো গাড়ি ভেতরেও প্রবেশ করতে পারেনি। এনিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, শিপিং এজেন্টসহ বন্দর সংশ্লিষ্ট ব্যবহারকারীদের মধ্যে।
এদিকে দাবি আদায়ে গতকাল মঙ্গলবার থেকে চট্টগ্রামসহ সারাদেশে পণ্যবাহী গাড়ি বন্ধ রাখা হয়েছে। আগামী ২৭-২৮ সেপ্টেম্বর সারাদেশে পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টা কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।১৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে- ট্রাক ও কাভার্ডভ্যানের অগ্রিম আয়কর না নেওয়া এবং এ পর্যন্ত নেওয়া অগ্রিম আয়কর ফেরত দেওয়া। ১০ বছর ধরে ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের লাইসেন্স, রাস্তায় হয়রানি বন্ধ করা। বিরাজমান এ পরিস্থিতির দ্রুত অবসান চান সংশ্লিষ্টরা।