পণ্যের অস্থির বাজার নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে তদারকি নেই

40

 

বিগত বেশ কয়েক মাস ধরে একবার পেয়াঁজ, একবার আলু, একবার চাল, একবার ভোজ্যতেল এভাবে চক্রাকারে মূল্যবৃদ্ধি করে নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের নাবিশ্বাস তৈরী করছে। চট্টগ্রামে আলু ও পেয়াঁজের মূল্যবৃদ্ধি নিয়ে কারসাজি করার পর জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট দেশের বৃহত্তর পাইকারী বাজার খাতুনগঞ্জ ও রেয়াজউদ্দীন বাজারে অভিযান পরিচালনা করলে ব্যবসায়ীরা পরের দিন ধর্মঘট ডেকে দোকানপাট বন্ধ করে দেন। ব্যবসায়ীদের চাপের মুখে জেলা প্রশাসন এ বিষয়ে আর কোন উদ্যোগ নেয় নাই। যার খেসারত দিতে হচ্ছে ভোক্তাদেরকে। গুটি কয়েক অসাধু ব্যবসায়ীদের এ ধরনের কারসাজি ও প্রশাসনের নিরবতার কারনে সরকারের অনেক সাফল্যকে ম্লান করে দিচ্ছে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের নানাবিধ উদ্যোগ গোনা গেলেও সেগুলো মাঠ পর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। আর সরকারের এই ব্যর্থতার জন্য ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে বড় ধরনের বৈষম্যকেই দায়ী মনে করছেন ক্যাব নেতৃবৃন্দ। ১৫ ফেব্রূয়ারি নগরীর একটি অভিজাত রেস্তোরায় ক্যাব খুলশী থানা আয়োজিত “নিত্যপণ্যের অস্থির বাজার-অসহায় ভোক্তাঃ উত্তরণের উপায় ও করনীয়” শীর্ষক মতবিনিময় সভায় বিভিন্ন বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন। ক্যাব খুলসী থানার সভাপতি লায়ন প্রকৌশলী হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। সম্মানিত অতিথি ছিলেন আনসার-১৫ ব্যাটেলিয়ানের অধিনায়ক এস এম আজিম উদ্দীন। আলোচনায় অংশনেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব পাঁচলাইশ থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, ক্যাব জামালখান ওয়ার্ডের সাধারণ সম্পাদক নবুয়াত আরা সিদ্দিকী, হেলাল চৌধুরী, ক্যাব ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কমিটির সভাপতি এবিএম হুমায়ুন কবির, ক্যাব চান্দগাও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, সদরঘাট থানা সভাপতি শাহীন চৌধুরী, বিশিষ্ট নারী নেত্রী রেজিয়া বেগম, নারী নেত্রী শাহীন শিরিন, সিটি কলেজের অধ্যাপক মোঃ আকরাম হোসাইন, বিএএফ শাহীন কলেজের সহকারী অধ্যাপক কাজী রাশেদুল ইসলাম, প্রভাষক সাইফুলাহ বায়েজিদ, ক্যাব চান্দগাও এর ইসমাইল ফারুকী, ক্যাব ৬ নম্বর পূর্বষোল শহরের অধ্যক্ষ মনিরুজ্জমান, আবু ইউনুচ, সাংবাদিক আশিক আরেফিন, ক্যাব যুব গ্রুপের সমন্বয়কারী চৌধুরী জমিসুল হক, নাসিম উদ্দীন প্রমুখ।