পটিয়া স্টুডেন্টস ফোরামের কমিটি ঘোষণা

26

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন পটিয়া স্টুডেন্টস ফোরামের ২০২১-২০২২ সালের আনিছ-গিয়াস কার্যকরী পরিষদের প‚র্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ্দৌল্লাহ।
উপস্থিত ছিলেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের সভাপতি ড. নাজনীন নাহার, গণিত বিভাগের অধ্যাপক মো. ফোরকান, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মুহাম্মদ রাশেদ নিজাম, ইংরেজি (বিজ্ঞান অনুষদ) বিভাগের সহকারী অধ্যাপক খোরশেদুল আলম, ফলিত রসায়ন বিভাগ এর সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম চৌধুরী, পটিয়া স্টুডেন্ট’স ফোরামের উপদেষ্টা রোকন উদ্দীন, সাজিদুল সুমন, পার্থ প্রতীম দাশগুপ্ত, প‚জা ভট্টাচার্য (গোল্ড মেডেলিস্ট), মোশাররফ হোসেন আদিব, আবু বক্কর টিপু, সরোয়ার হোসেন, পারভেজ শাহরিয়ার, সাইদুর রহমান, মিজানুর রহমান, আরমান আসাদুল্লাহ গালিব, সাবেক সভাপতি রাশেদ মোশাররফ রবিন, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সিফাত ও নব-নির্বাচিত সভাপতি মো. আনিছ, নব-নির্বাচিত সহ-সভাপতি জয় দে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ ২০২১-২০২২ কার্যকরী পরিষদের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শ্রদ্ধেয় শিক্ষক এবং উপদেষ্টারা। এছাড়াও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ব্যক্ত করে পটিয়া স্টুডেন্টস ফোরামকে আরও সমৃদ্ধভাবে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বর্তমান সভাপতি মো. আনিছ। বিজ্ঞপ্তি