পটিয়া পৌরসভার অনুমোদন ছাড়াই মহাসড়কের পাশে বহুতল ভবন নির্মাণ

101

পটিয়া পৌরসভার অনুমোদন ছাড়াই মহাসড়কের পাশে উঠছে বহুতল ভবন। পৌর সদরের থানা সন্নিকটে চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে সড়কের পাশে ভবনটি নির্র্মাণ কাজ করা হচ্ছে। ইমারত নির্মাণ আইন ভঙ্গ করায় কাজ বন্ধ রাখার জন্য পৌর কর্তৃপক্ষ একটি নোটিশ দিলেও কাজ চালিয়ে যাচ্ছেন উপজেলার খরনা ইউনিয়নের বাসিন্দা আইয়ুব আলী। পৌরসভার নোটিমের পরও দিনে ও রাতে ইমারত নির্মাণ কাজ করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নক্সা অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ করায় ১৯৯৬ এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর (দ্বিতীয় তফশীল ৩৫,৩৬ নং ক্রমিক মোতাবেক) লঙ্ঘন করার অপরাধে পটিয়া পৌরসভা একটি নোটিশ প্রদান করেন। পটিয়া পৌরসভা সূত্রে জানা যায়, এ জায়গা নিয়ে পটিয়া পৌরসভার সোনা মিয়ার পুত্র ঠিকাদার জাহাঙ্গীর আলমের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। আদালতের নিষেধাজ্ঞা থাকায় পটিয়া পৌর কর্তৃপক্ষ ভবনের নক্সা অনুমোদন দেয়নি। তারপরও দিনে ও রাতে কাজ চালিয়ে যাচ্ছেন। পটিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, বহুতল ভবনের ইমারত নির্মাণে কোন ধরনের অনুমোদন নেওয়া হয়নি। যার কারণে কাজ বন্ধ রাখার জন্য প্রবাসী আইয়ুব আলীকে একটি নোটিশ প্রদান দেওয়া হয়েছে। তাছাড়া বিরোধীয় এ জায়গাটি নিয়ে চট্টগ্রাম জেলা জজ আদালতে বিচারাধীন। মামলায় নিষেধাজ্ঞা থাকার কপি পৌর কর্তৃপক্ষের কাছে দেওয়ায় নক্সা অনুমোদন দেওয়া যাচ্ছে না। প্রবাসী নির্দেশ অমান্য করে যদি কাজ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া। ভবনের মালিক আইয়ুব আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা উল্লেখ করে জানান, এ জমির উপর আদালতের কোন ধরণের নিষেধজ্ঞা নেই। পটিয়া পৌরসভার অনুমোদন আছে নির্মিতব্য ভবনের। এরপরও পটিয়া পৌরসভা একটি নোটিশ দিয়েছেন, তাতে বলা হয়েছে নালা থেকে দুই ফুট দুরত্বে ভবনের কাজ সরিয়ে নিতে। নোটিশ মোতাবেক কাজ চলছে। তবে পটিয়া পৌরসভা যে নোটিশ দিয়েছেন তাতে তার পিতার নামের মিল নেই বলেও উল্লেখ করেন।