পটিয়া পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে মানববন্ধন

303

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবিতে চট্টগ্রামের পটিয়ার পি.টি.আই প্রশিক্ষণ কেন্দ্রে সহকারি শিক্ষকদের উদ্যোগে পি.টি.আই প্রাঙ্গনে গত বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে কর্মসূচি পরিষদের আহবায়ক হিরো সিকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব হেলাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি পটিয়া উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ সানি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী রফিকুল ইসলাম, টুম্পা রায়, জিল্লুর রহমান, সুমন দাশ, সুজন দেব, সজল বড়ুয়া, সঞ্জয় শীল, হাসান মুনির, তসলিমা আকতার, নাছির উদ্দিন, সনজয় দাশ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে সরকারি প্রাথমিক শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষক ১০ তম গ্রেডে এবং সহকারি শিক্ষকেরা ১৪/১৫ তম গ্রেডে বেতন পাচ্ছে। তাই প্রধান শিক্ষকের পরপর সরকারি শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবি জানান। সম্প্রতি প্রাথমিক শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা মন্ত্রী সহকারি শিক্ষকদের ১২তম গ্রেডে বেতন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রশিক্ষণার্থীরা তারা প্রতিশ্রুতি পরিবর্তন করে ১১ তম গ্রেডে বেতন প্রদানের জন্য শিক্ষামন্ত্রী’র নিকট জোর দাবি জানানো হয়।
তারা শিক্ষকদের মধ্যে এ বেতন বৈষম্য দূর করে শিক্ষকদের সম্মানজনক ভাবে সুষ্ট পরিবেশে পাঠদানের সুযোগ প্রদানের দাবি জানানো হয়। এ মানববন্ধনের দক্ষিণ চট্টগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক সহকারি শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। বিজ্ঞপ্তি