পটিয়া উপজেলা পূজা পরিষদের মতবিনিময়

26

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদ্যাপন পরিষদ-পটিয়া উপজেলা শাখার মতবিনিময় সভা গত ১১ অক্টোবর পটিয়া সদরস্থ একটি কমিউনিটি সেন্টারের হলরুমে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে। পটিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রূপক শীলের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য পুলক চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পাঁচরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ। উদ্বোধক ছিলেন বাগীশিক পটিয়া উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা প্রদীপ বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক অজিত কুমার মিত্র, অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, আশীষ গোস্বামী, শীতল তালুকদার, মিহির চক্রবর্তী ও ইন্দ্রজিৎ চৌধুরী লিও। সভায় আন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা পরিষদ নেতা রাজীব চৌধুরী, অ্যাড. সঞ্জয় দে, রণধীর দে, জুয়েল চৌধুরী, প্রিয়তোষ সরকার রাসু, তাপস কুমার দে, রূপন মিত্র, বনমালী নাথ, সঞ্জীব ভট্টাচার্য্য, মিলন দাশ, লিটন মজকুরী, পিপলু শীল জয়, সজল চৌধুরী, জুয়েল আচার্য্য, অভিজিৎ দাশ, কিশোর কুমার দে, দিলীপ কুমার নাথ, পংকজ নাথ প্রমুখ। সভার শুরুতে শ্রীমদ্ভগবদগীতা পাঠ করেন অনুপম সেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পটিয়া উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রাজীব দাশগুপ্ত ছোটন। সভায় বক্তারা সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত নির্দেশনা মোতাবেক সাত্তি¡ক-মাঙ্গলিকভাবে দুর্গা মায়ের পূজা আয়োজনের আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি