পটিয়ায় ৪ ফার্মেসিকে লক্ষাধিক টাকা জরিমানা

11

পটিয়ায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন বিভিন্ন কোম্পানির ওষুধ বিক্রির অভিযোগে ৪টি ফার্মেসির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে চার দোকানদাকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পোস্ট অফিস মোড় এলাকার সেন্ট্রাল ফার্মেসিকে ২০ হাজার টাকা, সোহা ফার্মেসিকে ৫০ হাজার টাকা, মেসার্স মোতালেব ফার্মেসিকে ১০ হাজার টাকা ও বাংলাদেশ ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে। অভিযানের খবর পেয়ে ওই সময় পৌর সদরের বিভিন্ন এলাকার ফার্মেসি বন্ধ করে অনেক মালিক পালিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানিয়েছেন, অভিযানের সময় নিষিদ্ধ যৌন উত্তেজক ভায়াগ্রা, মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং অনুমোদনহীন বিভিন্ন কোম্পানির ঔষধ মিলেছে। অভিযানে ৪ দোকানদারকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।