পটিয়ায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

45

পটিয়া উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-চট্টগ্রাম জেলা কর্তৃক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল চন্দ্র শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সভাপতি পুলক চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক চেয়ারম্যান অসীম কুমার দেব, সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে ও পটিয়া উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা, পূজা উদযাপন পরিষদ-পটিয়া উপজেলা ও পৌরসভা দুর্গোৎসব কমিটির সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র। উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ বাঁশখালী উপজেলার আহবায়ক ডা. আশীষ কুমার শীল, লোহাগাড়া উপজেলার সভাপতি শিবু রঞ্জন পাল, সাধারণ সম্পাদক মাস্টার খোকন নাথ, সাতকানিয়া উপজেলার সভাপতি রাজীব দাশ, সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য, চন্দনাইশ উপজেলা স্টিয়ারিং কমিটির সদস্য বলরাম চক্রবর্তী, পটিয়া উপজেলার সভাপতি শিক্ষক রূপক শীল, রাজীব দাশগুপ্ত ছোটন, আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক নিউটন সরকার, বোয়ালখালী উপজেলার আহবায়ক কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সদস্য সচিব অমিত লালা, কর্ণফুলী উপজেলার সভাপতি দেবরাজ শীল, সাধারণ সম্পাদক রূপম ধর। শুরুতে পবিত্র গীতাপাঠ করেন শিক্ষক সুচরিতা শীল। অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন ৮টি উপজেলার ৯৯টি পূজামন্ডপের প্রতিনিধিদের নিকট অনুদানের চেক হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি