পটিয়ায় হানাদার মুক্ত দিবসের সভা

13

 

মুক্তিযুদ্ধকালীন ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ বৃহত্তর চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে ৯ ডিসেম্বর ১৯৭১ সালে গৈড়লার টেকে পাকিস্তানী বাহিনীর সাথে বিশেষ গেরিলা বাহিনীর সম্মুখযুদ্ধে বিজয় অর্জন করায় গেরিলাদের বিজয় সমাবেশ গত ৯ ডিসেম্বর বিকেল ৩টায় পটিয়া গৈড়লার টেকে অনুষ্ঠিত হয়। বীর গেরিলা মুক্তিযোদ্ধা পুলক দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বীর গেরিলা কমান্ডার কমরেড শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণজেলার সভাপতি কমরেড আবদুল নবী, বীর গেরিলা মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান ইদ্রিস, মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার উদয়ন নাগ, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন পটিয়ার বীর গেরিলা মুক্তিযোদ্ধা আবু তাহের, আনোয়ারার বীর গেরিলা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা যুগল সরকার, কমিউনিস্ট পার্টি পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক শওকত আলী, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন প্রমুখ। সভার শুরুতে গৈড়লার টেকে প্রতিষ্ঠিত বিজয় মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভায় প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ের অন্তিম মুহুর্তে দাড়িয়েও আমরা বাংলাদেশের মানুষ এখনো যে স্বপ্ন, আশা আকাঙ্খা নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশ স্বাধীন করেছিল তাদের সেই আশা অন্ন বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের এখনো পরিপূর্ণতা আসেনি। দেশে ২২ পরিবারের জায়গায় ৯৪ হাজারের উপরে কোটিপতির জন্ম হয়েছে। যে সা¤প্রদায়িক দ্বিজাতিতত্ত¡কে পরাজিত করে অসা¤প্রদায়িক বাংলাদেশের যাত্রা আমরা শুরু করেছিলাম, জাতির জনক হত্যাকাÐের পর পরাজিত সা¤প্রদায়িক রাজনীতি আবার পুনর্বাসিত হয়েছে। বিজ্ঞপ্তি