পটিয়ায় সড়ক থেকে উচ্ছেদকৃত স্থাপনা আবারও নির্মাণ!

17

পটিয়ায় সড়ক দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের পর আবারো নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চলাচলের রাস্তার উপর থেকে উচ্ছেদকৃত অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের পর চট্টগ্রাম জেলা প্রশাসকের ডেপুটি রেভিনিউ কালেক্টর মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফের নির্দেশে সার্ভেয়ার টিম গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সার্ভেয়ার দলে জেলা প্রশাসকের রাজস্ব শাখার সার্ভেয়ার তোফায়েল আহমদ ও পটিয়া ভূমি অফিসের কানুনগো আবদুস ছত্তার ছিলেন। এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে গত ৭ মার্চ চলাচল রাস্তায় যে অবৈধ স্থাপনা ছিল তা উচ্ছেদ করা হয়েছিল।
ভাটিখাইন এলাকার শম্ভু দে, মিঠুন দে, হারাধন দে গ্রামবাসীর চলাচল রাস্তাটি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে। মাখন চন্দ্র নাথের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটি উচ্ছেদ করে।
জানা গেছে, পটিয়া ভূমি অফিসের সার্ভেয়ার তার প্রতিবেদনে চলাচল রাস্তাটি মাখন নাথের পৈত্রিক ভূমিতে রয়েছে বলে একটি প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনটি অসত্য ও হয়রানিমূলক দাবি করে মাখন নাথ পূণরায় পরিমাপ করার জন্য জেলা প্রশাসক বরাবরে আবারো একটি আবেদন করেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসকের সার্ভেয়ার ও পটিযা ভূমি অফিসের কানুনগো যৌথভাবে পরিমাপ, পরিদর্শন ও পর্যালোচনা করতে যান।
আবেদনকারী মাখন চন্দ্র নাথ জানিয়েছেন, ভূমি অফিসের একটি মিথ্যা প্রতিবেদনের কারণে তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। প্রতিপক্ষ চলাচল রাস্তায় একটি অবৈধ স্থাপনা নির্মাণ করার কারণে তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। পরিমাপকালে এলাকার লোকজন ছাড়াও ইউপি সদস্য জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
পটিয়া ভূমি অফিসের কানুনগো আবদুস ছত্তার জানিয়েছেন, চলাচল রাস্তায় অবৈধ স্থাপনা সংক্রান্ত যে অভিযোগ করা হয়েছে তা সঠিকভাবে পরিমাপ ও কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। শীঘ্রই একটি প্রতিবেদন জেলা প্রশাসন কার্যালয়ের ডেপুটি রেভিনিউ স্যারের বরাবরে পাঠানো হবে।