পটিয়ায় স্বামী মোহনানন্দ অবধূতের তিরোধান দিবসের অনুষ্ঠান আজ

76

 

যোগপুরুষ শ্রীমৎ স্বামী মোহনানন্দ অবধূত পরমহংস মহারাজের ১৯তম তিরোধান দিবস উপলক্ষে দুইদিনব্যাপী ধর্মসভা ও অষ্টপ্রহর প্রহরব্যাপী মহানামযজ্ঞ আজ শনিবার পটিয়ার করল গ্রামে মোহনানন্দ সেবাশ্রম প্রাঙ্গণে শুরু হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে-ব্রাহ্মমূহুর্তে গুরুপূজা ও ভোগারতি, সকাল ৮টায় গীতাপাঠ, বিকাল ৪টায় ভক্তিগীতি পরিবেশনা, ৫টায় ধর্মসভা ও দুপুর-রাতে প্রসাদ বিতরণ। রবিবার ঊষালগ্ন থেকে অহোরাত্র অনুষ্ঠিত হবে হরিনাম সংকীর্তন। তিরোধান দিবস উপলক্ষে রবিবার স্বামীজির জন্মস্থান চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের নিশ্চল মঠ প্রাঙ্গণেও সপ্তশতী গীতাপাঠ ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। মোহনানন্দ সেবাশ্রম প্রাঙ্গণে উদ্বোধনী দিনে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করবেন মোহরা তারানন্দ মহাকালী যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গিরিজানন্দ মহারাজ। অনুষ্ঠান উদ্বোধন করবেন পটিয়া হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. দিলীপ ভট্টাচার্য্য। ধর্মসভায় প্রধান অতিথি থাকবেন পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঋষি বিশ্বাস। অতিথি থাকবেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক অর্থ সম্পাদক পরিমল কান্তি দত্ত। প্রধান বক্তা থাকবেন ধর্মতত্ত¡বিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি থাকবেন ভাস্কর ডি.কে দাশ, প্রকৌশলী বাদলকৃষ্ণ চৌধুরী, অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী ও এডভোকেট কবি শেখর নাথ। বিজ্ঞপ্তি