পটিয়ায় সিএনজি সমিতির সভাপতিকে মারধর করেছে শ্রমিকরা

45

পটিয়ায় সিএনজি সমিতির সভপতি বদিউল আলম (৪৫) কে মারধর করেছে শ্রমিকরা। জসিম নামের এক লাইনম্যানকে পুলিশ দিয়ে আটক এবং সমিতির নানা অনিয়মের অভিযোগে তর্কাতর্কির এক পর্যায়ে সমিতির সভাপতিকে মারধর করা হয়। ওই ঘটনার পর সভাপতিকে উদ্ধার করে লোকজন পটিয়া হাসপাতালে নিলে সেখানে তাকে চিকিৎসা প্রদান করা হয়। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া বাস স্টেশন সংলগ্ন আনোয়ারা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষর্দীরা জানান, দুপুরে ওই এলাকায় সিএনজি শ্রমিক ও সভাপতির মধ্যে বাকবিতন্ডা ও এক পর্যায়ে সভাপতিকে মারধর করার ঘটনা ঘটে। এ সময় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক হয়। আনোয়ারা রোডের লাইনম্যান মোহাম্মদ জসিম জানান, সমিতির ফন্ডের টাকা উত্তোলন করে আত্মস্বাৎসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলায় দুপুরে সিভিল পুলিশ দিয়ে সভাপতি তাকে আটক করায়। পরে পুলিশ তাকে মুক্তি দেয়। ওই ঘটনার পর সমিতির অন্য সদস্যরা ক্ষুব্দ হয়ে উঠে এবং সভাপতিকে মারধর করে। সিএনজি সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম জানান, সভাপতিকে সমিতির সদস্যরা মারধরের বিষয়টি তিনি শুনেছেন। তিনি বাইরে আছেন জানিয়ে বলেন, পটিয়ায় ফেরার পর সমিতির বৈঠক আহবান করে সভাপতিকে মারধর ও সমিতির বিশৃঙ্কলার বিষয়ে আলোচনা করবেন। সমিতির অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, পুলিশ কর্তৃক জসিম নামের লাইনম্যানকে আটকের বিষয়ে তিনি কিঠুই জানেন না। কোন অফিসার তাকে আটক করেছিল, কি কারণে আটক করেছিল সে বিষয়ে খোজ নেয়া হবে। তিনি বলেন, সিএনজি সমিতির সভাপতিকে মারধরের বিষয়ে লিখিত কোন অভিযোগ পাওয়া যায় নি। এ বিষয়ে সমিতির সভাপতি বদিউল আলমের মুঠোফোনে একাধিখবার ফোন দেয়া হলেও তার ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয় নি।