পটিয়ায় সাড়া ফেলেছে সুপারসপ ‘বেগমা’

3

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ইতোপূর্বে আরো কয়েকটি সুপার সপ প্রতিষ্ঠিত হয়েছে। তবে নারী উদ্যোক্তা জিয়াউন্নাহার চৌধুরীর সদ্য প্রতিষ্ঠিত সুপারসপ ‘বেগমা’ পটিয়ায় অদ্বিতীয়। এ সুপার সপে কাপড়, জুতা, চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, স্টেশনারী, খেলনা, ট্রয়লেট্রিজ, কিডস আইটেম, লেডিস আইটেম, প্রসাধানী সবকিছুর সমন্বয় ঘটানো হয়েছে। বলা চলে এক দোকানে পরিবারের প্রয়োজনী সবকিছু পাওয়া যাবে। আর দাম রাখা হয়েছে অন্যান্য দোকানের চেয়ে অনেক কম। সব শ্রেণি ও পেশার মানুষের জন্য উপযোগী করে করে স্থাপন করা হয়েছে সুপারসপ ‘বেগমা’।
পটিয়ার পৌর এলাকার বৈলতলী রোড় বাইলেন আলম শাহ সড়ককের মাথায় গত ১৫ জানুয়ারি থেকে এ সুপারসপ যাত্রা শুরু করে। সুপার সপ ‘বেগমা’র প্রতিষ্ঠাতা নারী উদ্যোক্তা জিয়াউন্নাহার চৌধুরীর সাথে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, পটিয়ায় প্রায় দোকান পরিচালনা করেন পুরুষরা। এমন অনেক পন্য আছে যেসব পন্য নারীরা কিনতে বা সংগ্রহ করতে গিয়ে বিব্রতবোধ করেন। তাই তারা নারীদের জন্য নারী সেলসম্যান নিয়োগ দিয়েছেন। পুরুষের জন্য রয়েছে পুরুষ সেলসম্যান। এমন অনেক নারী আছেন যাদের চোখে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থাকলেও বিভিন্ন কারণে তারা পথ খুজে পাননি। তাদের উৎসাহ দেয়া ও এগিয়ে নিতে ‘বেগমা’ পথ প্রদর্শক হিসেবে কাজ করবে।