পটিয়ায় সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

12

পটিয়ায় সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৯ জুন বিকেলে পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের সম্মেলনে কক্ষে পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বৃত্তির অর্থ শিক্ষার্থীদের প্রদান করা হয়। এ উপলক্ষে পটিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবৃল খায়েরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন।
দুপ্রক পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দিন মজুমদার, দুপ্রক সদস্য সাংবাদিক আবদুর রাজ্জাক, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আবু নাসের, শিক্ষক প্রতিনিধি রাহুল দাশ, মো. ফারুক প্রমুখ। ২০২১-২০২২ অর্থবছরে ‘দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের সততা প্রমোট করার লক্ষ্যে প্রত্যেকটি উপজেলায় সততা সংঘের দুই জন মেধাবী শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি