পটিয়ায় শেখ রাসেল স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ১৫ নভেম্বর

57

পটিয়ায় শেখ রাসেল স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ১৫ নভেম্বর। পটিয়ার উপজেলার দক্ষিণ ভূর্ষিস্থ শেখ রাসেল বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনায় এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে। এ উপলক্ষে গত বুধবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি ও মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সম্পাদক ও মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব কানু দের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় সমগ্র পটিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিখ্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এতে উপস্থিত ছিলেন সমিতির সংগঠক হুমায়ুন কবির রাশেদ, কেলিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার মিত্র, দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কাঞ্চনাবাদ বহমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দে, সিনিয়র শিক্ষক নিহার কান্তি চক্রবর্তী, অর্থ সম্পাদক ডা. তপন কুমুর দে, পরিচালক ইঞ্জিনিয়ার নুনুল আলম চৌধুরী, মোহাম্মদ আবু তাহের, বিধান চৌদুরী এবং ব্যবস্থাপক বিকাশ মিত্র প্রমুখ। এতে বক্তরা ১৫ নভেম্বর রোজ শুক্রবার এ পরীক্ষা সফল করার জন্য সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান।