পটিয়ায় শিক্ষার্থীর হাত-পায়ের হাড় ভেঙেছে সন্ত্রাসীরা

15

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক কলেজ শিক্ষার্থীর হাত-পায়ের হাড় ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। পরে আজিজুল হক (২৪) নামের ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
গতকাল বৃহস্পতিবার জিরি ইউনিয়নের খলিল মীর ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের পারিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজিজুল ওই এলাকার মোহাম্মদ জামালের পুত্র। তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে অধ্যয়ন করছেন।
আজিজুলের ভাই ওমর ফারুক জানান, তার ভাই প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে এবং পা ও হাতের হাড় ভেঙে দেয়। সে বর্তমানে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি আছে।
আজিজুলের ওপর হামলার বিষয়ে স্থানীয়রা খলিল মীর কলেজ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার নেতৃত্বে ইভটিজিংসহ নানা অপকর্ম হয়। এর প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে আজিজুলকে মেরে পা ও হাতের হাড় ভেঙে দেয়। এ ঘটনায় আরও ১৫-২০ জন জড়িত।
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, এ ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।