পটিয়ায় লাঙল নয় নৌকার প্রার্থীকেই জাপার সমর্থন

58

পটিয়ায় লাঙল প্রতীকে নুরুচ্ছফা সরকারকে দলীয় মনোনয়ন দেয় জাপা। কিন্তু লাঙল প্রতীকের প্রার্থীকে নয়, নৌকা প্রতীকের প্রার্থী সামশুল হক চৌধুরীকে সমর্থন দিয়েছে জেলা ও উপজেলা জাপা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পটিয়া উপজেলা পরিষদ সম্মুখে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত যৌথ সভায় জেলা জাপার সভাপতি সামশুল আলম মাস্টার নিজেদের প্রার্থী নুরুচ্ছফা সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে ভোট না দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, নুরুচ্ছফা সরকার নয়, সামশুল হক চৌধুরীই মহাজোটের প্রার্থী। জোটের ইজ্জত বাঁচাতে হলে নৌকা প্রতীকে ভোট দিয়ে সামশুল হক চৌধুরীকে জয়ী করতে হবে। ২০০৮ সালে জোটবদ্ধ নির্বাচনের পর জেলা জাপা সভাপতি সামশুল আলম মাস্টার ও পটিয়া আসনের এমপি সামশুল হক চৌধুরীকে আর এক মঞ্চে দেখা যায়নি। দু’জনের মধ্যে মান-অভিমান বিরাজ করছিল। আসন্ন নির্বাচন উপলক্ষে এ দুই সামশু প্রায় ১০ বছর পর আবারও এক মঞ্চে এসেছে।
গতকাল মঙ্গলবার উপজেলা সভাপতি রফিক আহমদ চেয়ারম্যানের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত কর্মী সমাবেশে নৌকা প্রতীকের প্রার্থী সামশুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি শামশুল আলম মাস্টার। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, সদস্য সেলিম নবী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম। পৌরসভা জাতীয় পার্টির সভাপতি কমিশনার নুরুল ইসলামের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা জাপার সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা জাপা নেতা রঞ্জিত ভট্টচার্য্য, মিলন মেম্বার, জাতীয় যুব সংহতির সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বার, সাধারণ সম্পাদক দুলু মিয়া মেম্বার, সাংগঠনিক সম্পাদক অজয় দেবনাথ টুন্টু, সিনিয়র সদস্য দিদারুল আলম দিদার, জেলা ছাত্রসমাজের আহব্বায়ক নুর মোহাম্মদ জসিম, যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ ইয়াছিন, জাপার প্রবাসী নেতা বদিউল আলম, উপজেলা সহসভাপতি কালু ভট্টাচার্য্য, নাজিম উদ্দিন মজুমদার, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম বাঁিশ, উপজেলা জাতীয় ছাত্রসমাজ সভাপতি রাজিব দাশ রাজু, সহসভাপতি ফরিদ আহমদ, জাপা নেতা নেজাম উদ্দিনসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড নেতৃবৃন্দ।
সভায় মহাজোট প্রার্থী সামশুল হক চৌধুরী বলেন, রাজনীতি করতে গিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে। তবে আগামীবার নির্বাচিত হলে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির নেতাকর্মীরাও সমান সুযোগ সুবিধা পাবেন। পটিয়ায় উন্নয়ন থেকে শুরু করে সবকিছুতে সমান সুযোগ দেয়া হবে। তিনি আরো বলেন, পটিয়াতে গত ১০ বছরে দুই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। আইনশৃঙ্খলার কোন অবনতি হয়নি। সাধারণ মানুষ নির্ভয়ে ঘরে থেকে কাজ করেছেন। অতীতে এলাকার লোকজন ঘরে থাকতে পারেনি। আগামীতেও তিনি উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবেন।