পটিয়ায় মালিয়ারা মহিরা মহিরাহিখাইন উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

123

পটিয়ায় মালিয়ারা-মহিরা-মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মেধা বৃত্তি প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত ২৬ জানুয়ারি শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবদুল মোনাফ, কমিটির সদস্য ছৈয়দ গোলাম সোবহান, আমিনুর রহমান সওদাগর, আনোয়ার হোসেন, স্বপন শীল, আবদুল ছমদ, রনজিৎ চৌধুরী, প্রধান শিক্ষক অনজন কান্তি চৌধুরী, সহকারী প্রদান শিক্ষক সুজিত কুমার চৌধুরী, গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সুখেন্দু বিকাশ দাশ, মাষ্টার অমলেন্দু দাশ, মাস্টার বশির আহমদ, জন্টু গুপ্ত, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ইঞ্জিনিয়ার মাহবুবু আলম, শাপলা দাশ, বিভূতি শীল, ইউনুস সিকদার, শহিদুল আলম, বিদায়ী শিক্ষার্থী রিমা দাশ, আরিফুল ইসলাম, শাহাদাৎ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, গণমান্য ব্যক্তিবর্গ ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল হাসান বলেন, বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্বের সাথে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাকে পৌছে দিতে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের বিনাবেতনে শিক্ষা প্রদান করা হচ্ছে। এছাড়াও শিক্ষার্থীদের নানা রকমের সুযোগ সুবিধা প্রদান করে শিক্ষাকে সহজ করা হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি দেবব্রত দাশ দেবু বলেন, বিগত দশ বছরে বিদ্যালয়ের অবকাঠামোগত অনেক উন্নয়ন সাধিত হয়েছে। এখনো অনেক কাজ চলমান। বিদ্যালয়কে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি