পটিয়ায় বৌভাত অনুষ্ঠানে অভিযান

4

পটিয়ায় খবর পেয়ে এবার বৌভাত অনুষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। চলমান বিধিনিষেধের মধ্যেও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালত ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার কেলিশহর ইউনিয়নের ভট্টাচার্য্যহাটের পশ্চিম দক্ষিণ কেলিশহর মহাজন বাড়ির একটি বৌভাত অনুষ্ঠানে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার কেলিশহর ইউনিয়নের দুলাল মহাজনের ছেলে শাওন মহাজনের সঙ্গে একই উপজেলার জিরি ইউনিয়নের মহিরা ক্ষেত্রপাল গ্রামের শ্যামল কান্তি বিশ্বাসের মেয়ের বিয়ে হয়। বিয়ের দুইদিন
পর গতকাল শনিবার দুপুরে বরের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। এই খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) নীলুফা ইয়াসমিন চৌধুরী অভিযান পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, গোপন তথ্য পেয়ে লকডাউনের তৃতীয় দিন একটি বৌভাত অনুষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এসময় বরের পিতাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।