পটিয়ায় বিশ্ব সুন্নি আন্দোলনের উদ্যোগে সালাতু সালাম মাহফিল

116

ঈমান-দ্বীন-মিল্লাত-মানবতার চলমান ঘোর আঁধার ও ভয়াবহ ধ্বংসাত্মক পরিস্থিতিতে ঈমানিয়াত ও ইনসানিয়াত তথা সুন্নীয়তের সুরক্ষায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলা শাখার উদ্যোগে ১৫ জুন (শনিবার) সকালে এক সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা- আল্লামা শেখ নাঈম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মওলানা খোরশেদ আলম, আল্লামা রেজাউল মোস্তফা কায়সার, কামরুল আলম নকিব, মওলানা শরীফ সরোয়ার, নাফিজ মোবারক, লুৎফুর রহমান লিটন, অধ্যাপক মারুফ উদ্দিন, এডভোকেট মোকারম হোসেন, পটিয়া উপজেলা শাখার মওলানা নজরুল ইসলাম,মওলানা কুতুব উদ্দিন, এমএ রহিম, হাফেজ ফরিদুল আলম, আবুল কালাম, নিজাম উদ্দিন নাফিজ, নজরুল ইসলাম, এনামুল হক বেলাল, মীর সুজন, আবদুল মালেক, আবু কায়সার, ডাক্তার সেলিম উদ্দিন, হাফেজ নায়েম উদ্দিন, উম্মে হাবিবা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন আল্লামা ইলিয়াছ শাহ। প্রধান অতিথি আল্লামা আরেফ সারতাজ বলেন, প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের মোবারক শুভাগমন মহান ঈদে আজম ই ঈদুল ফিতর ঈদুল আজহা ও মুমিনের জীবনের সকল ঈদ সকল প্রাপ্তি সকল সাফল্যের মূল উৎস। দুনিয়াব্যাপী খুন, ক্ষুধা, সন্ত্রাস, হিংস্রতা, পরাধীনতা, অধিকারহীনতা, নির্মম ধ্বংসযজ্ঞে অন্তহীন আতংক, ক্রন্দন, হাহাকার আর্তনাদ থেকে মুক্তির একমাত্র উপায় সর্বজনীন মানবতার মুক্ত দুনিয়া গড়ে তোলার আহবান জানান।