পটিয়ায় বিজয়া দশমীতে হুইপ সামশুল হক অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার জন্য শেখ হাসিনাকেই প্রয়োজন

11

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় বিজয়া দশমীতে প্রতীমা বিষর্জনকালে পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা ধরে রাখতে শেখ হাসিনাকেই প্রয়োজন। এ সরকারের ধারাবাহিকতা থাকলে অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার প্রচলন ও উন্নয়নের অগ্রযাত্রা অটুট থাকবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই আজ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে রূপ লাভ করেছে। এর ধারাবাহিকতা অক্ষুণœ রাখতে হবে। গতকাল বুধবার সন্ধ্যায় বিজয়া দশমী উপলক্ষে কেলিশহর যুব সংঘ আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এ উপলক্ষে আয়োজিত সভা অরুন চক্রবর্তীর সভাপতিত্বে ও অলক দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন, ওসি রেজাউল করিম মজুমদার, জেলা আ.লীগ নেতা বিজন চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান সরোজ সেন নান্টু, ইউনিয়ন আ.লীগ সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক তাপস বড়–য়া, প্রধান ধর্মীয় বক্তা ছিলেন সুখময় চক্রবর্তী, পলাশ কান্তি দে। উপস্থিত ছিলেন মাষ্টার শ্যামল কান্তি দে, ফরিদুল আলম, দীপক দত্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান প্রমুখ।