পটিয়ায় বাস উল্টে বন্ধ ছিল যান চলাচল

5

নিজস্ব প্রতিবেদক

পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে কয়েকজন ব্যক্তি আহত হন। গতকাল রবিবার সকাল সাড়ে ৬ টায় বোর্ড অফিস এলাকায় চট্টগ্রামগামী বাসটি উল্টে যায়। এ ঘটনায় এক ঘণ্টার বেশি সড়কে যান চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, গতকাল সকালে নগরমুখি একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বোর্ড অফিস এলাকায় সড়কে উল্টে যায়। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে পটিয়ার শান্তিরহাট থেকে মনসা বাদামতল এলাকায় যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে সকাল ৭টার দিকে পটিয়া হাইওয়ে পুলিশের একটি টিম রেকারের সাহায্যে মহাসড়ক থেকে বাসটি সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে।
এ ব্যাপারে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের পরিদর্শক মোজাফফর হোসেন বলেন, সকালে বোর্ড অফিস এলাকায় হঠাৎ ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি বাস। এতে কয়েকজন যাত্রী আহত হন। তবে ঘটনাস্থলে গিয়ে আমরা আহত কাউকে পাইনি। বাসটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এছাড়া চালক-হেলপারকেও পাওয়া যায়নি।