পটিয়ায় ফ্রিজের পানি না দেয়ায় স্ত্রীকে হত্যা

37

পটিয়ায় ইফতারির সময় ফ্রিজের ঠান্ডা পানি না দেয়ায় ইট দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার মাগরিবের সময় গৃহবধূ শাহীনা আকতারের (২৮) মাথায় ইট দিয়ে আঘাত করেন পাষন্ড স্বামী। এরপর রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
অভিযুক্ত স্বামী কামাল উদ্দিন উপজেলার ছনহরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলমদার পাড়ার ছালেহ আহমদ তালুকদারের বাড়ির বাসিন্দা। তিনি বর্তমানে পলাতক। নিহতের দুইটি পুত্র সন্তান রয়েছে। এদের এক জনের বয়স ৭ ও অন্যজনের ৪ বছর।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় ইফতারি সময় ফ্রিজের পানি চান স্বামী কামাল উদ্দিন। ফ্রিজের ঠান্ডা পানি না দেয়ায় স্বামী কামাল উদ্দিন উত্তেজিত হয়ে স্ত্রীকে প্রথমে মারধর করেন। এক পর্যায়ে মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে স্ত্রী রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, ফ্রিজের পানি না দেয়ায় স্ত্রীকে ইট দিয়ে জখম করে হত্যার খবর শুনেছেন। তবে কেউ গতকাল সন্ধ্যা পর্যন্ত এ নিয়ে লিখিত অভিযোগ করেননি। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ আজ (গতকাল রবিবার ) সন্ধ্যায় দাফনের কথা রয়েছে। দাফন শেষে তার স্বজনরা অভিযোগ দায়ের করবেন। লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে। তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।