পটিয়ায় প্রত্যয়ীর মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

10

 

নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে ৫ম বারের মত প্রত্যয়ী মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৩০ ডিসেম্বর (শুক্রবার) সকালে অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ বিভাগের সাবেক ডিন প্রফেসর এবিএম আবু নোমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন নজির আহমদ দোভাষ ফাউন্ডেনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরী জীবন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চেয়ারম্যান মাহবুবুল হক, চেয়ারম্যান জাকারিয়া ডালিম, আওয়ামী লীগ নেতা কাজী মো. মোরশেদ, নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, মোহাম্মদ নগর প্রত্যয়ী সংঘের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সোলাইমান, আবদুল্লাহ আল হাসান, আরিফ মো. চৌধুরী, আবদুল মালেক, রকিবুল হাসান, মাঈনুদ্দিন সুজন, জামাল উদ্দিন, আতাউর রহমান, আবু নাঈম, সাঈদ, আসহাক, সোয়েব, সোহাগ, রেজাউল প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ভুমিকা রাখতে হবে। স¤প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল চালু করে দেশে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে। তাছাড়া দেশে ধারাবাহিক উন্নয়নের কারণে বিশ্বের মানচিত্রে জায়গা করে নিয়েছে। আলোচনা সভা শেষে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাঝে সাটিফিকেট, নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। বিজ্ঞপ্তি