পটিয়ায় প্রজ্ঞালোক শীলরত্ন উৎসবে ‘শান্তি পদক’ প্রদান

15

 

পটিয়ার ধলঘাট ইউনিয়নের তেকোটা-মুকুটনাইটস্থ বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত প্রজ্ঞালোক শীলরত্ন উৎসব-২০২২এর সমাপনী দিনে ‘অগ্রমহাপন্ডিত প্রজ্ঞালোক শান্তি পদক’ প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন উপ-সংঘরাজ ভদন্ত শাসন প্রিয় মহাস্থবির, বক্তব্য রাখেন ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথেরো, সদ্ধর্ম দেশনা করেন ভদন্ত প্রজ্ঞামিত্র ভিক্ষু, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ ড.অর্থদর্শী বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন শ্যামল কান্তি বড়ুয়া, আরও বক্তব্য রাখেন উদ্যাপন পরিষদের মহাসচিব শিক্ষক প্রতাপ কান্তি বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন, গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার ও গাউসিয়া কমিটির প্রধান সমন্বয়ক এড. মোছাহোব উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বিজন চক্রবর্তী, বোখতিয়ার, কীর্তনিয়া শাক্যপদ বড়ুয়া, জিনাংসু বড়ুয়া, ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া। জাতীয় সংসদের হুইপকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচছা জানান উদযাপন পরিষদের যুগ্ম-মহাসচিব অশোক বড়ুয়া বাবু, শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন উদযাপন পরিষদের সাহিত্য ও প্রকাশনা পরিষদের চেয়ারম্যান অনুপম বড়ুয়া ও সচিব জয়দেব বড়ুয়া মুকুল। গাউসিয়া কমিটির চেয়ারম্যানকে বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের পক্ষে অগ্রমহাপন্ডিত প্রজ্ঞালোক শান্তি পদক -২০২২ পড়িয়ে দেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।