পটিয়ায় পুত্রবধূর প্রতারণা মামলায় শ্বশুর কারাগারে

33

পটিয়ায় পুত্রবধূর দায়ের করা প্রতারণার মামলায় শ্বশুরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রতারণার অভিযোগে পুত্রবধূ এডভোকেট তানজিনা জাহান প্রতারণার অভিযোগে গত ৫ ডিসেম্বর পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে চাচা শ্বশুর আবদুর রশিদ (৭০), কোহিনুর জাহান (৬০) ও সরোয়ার রাজীন এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকাল রবিবার উক্ত মামলায় চাচাশ্বশুর আবদুর রশিদ আদালতে আত্মসর্ম্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। তিনি পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডে মৃত চাঁন মিয়া সওদাগরের পুত্র।
মামলা সূত্রে জানাযায়, গত বছরের ৭ মে শ্বশুর আবদুর রশিদের কাছ থেকে ১ কোটি ৫০ লক্ষ টাকায় পটিয়া মৌজায় চার তলা বাড়ি ক্রয় করেন। দলিলে ১৭ লাখ ৬২ হাজার টাকা উল্লেখ করেন বিক্রেতা। ওই সময় শ্বশুর টাকা বেশি দেখালে তার কাছ থেকে ২ ও ৩ নং আসামি টাকা গুলো নিয়ে যাবে অজুহাত দেয়। ১ নম্বর আসামি আবদুর রশিদ এ অর্থ জীবনের সম্বল বলায় বাদি এডভোকেট তানজিনা জাহান ও স্বামী এমএ মুছা কম মূল্য দেখিয়ে ওই বাড়ি ও জমি রেজিষ্ট্রি করাতে সম্মত হন। পরবর্তীতে বিবাদিরা পরস্পর যোগসাজশে প্রতারণামূলক করে চলতি বছরের ৭ জুলাই ২ নম্বর আসামিকে হেবা ঘোষণা পত্র দলিল করে দেন ১ নম্বর আসামি। গত ৩০ নভেম্বর ১, ২ ও ৩ নং বিবাদী কাছ থেকে হেবা বিষয়ে জানতে চাইলে তারা বাদি ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি প্রদান করেস। এরপর বাদিনী আদালতের আশ্রয় নেন।