পটিয়ায় নিহত যুবলীগ কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন এমপি

57

পটিয়ায় ভোটের আগের দিন বিএনপি-জামায়াতের হাতে নির্মমভাবে খুন হন যুবলীগ কর্মী দিল মোহাম্মদ বাচা। নিহতের ঘরে দুই ছেলে ও দুটি কন্যা সন্তান রয়েছে। এসব সন্তানের লেখাপড়াসহ পরিবারের দায়িত্ব নিলেন পটিয়া আসনের এমপি সামশুল হক চৌধুরী। জানা যায় অংশ নিয়ে তিনি বলেন, গত ১০ বছরে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে পটিয়ায় কাউকে হয়রানি করা হয় নি। তিনি শান্তির পক্ষে। এরপরও এ ধরণের হত্যাকান্ড দু:খজনক। গত সোমবার বিজয় মিছিল ও মিস্টিমুখের অনুষ্ঠান বাতিল করে দলীয় কর্মীর জানা যায় অংশ নিতে হলো জানিয়ে বলেন, কাউকে হয়রানির উদ্দেশ্য নয়, প্রকৃত খুনিদের সনাক্ত করে আইনের আওতায় আনাতে হবে। এ সময় এমপি সামশুল হক চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। উল্লেখ্য, গত শনিবার পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন গ্রামে বিএনপি-জামায়াতের হাতে নির্মমভাবে খুন হওয়া যুবলীগ কর্মী দিল মোহাম্মদ বাচা। নিহত দিল মোহাম্মদের ভাই মোহাম্মদ কায়সারকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার সকাল ১১টায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ফকিরা মসজিদ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। অনুষ্ঠিত নামাজে জানাযায় উপস্থিত ছিলেন পটিয়া থেকে তৃতীয়বার নির্বাচিত এমপি সামশুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পটিয়া এমপির পুত্র শারুন চৌধুরী, চেয়ারম্যান মোহাম্মদ এহসান, ডালিম মোরশেদ, কাজী মোরশেদ, যুবলীগ নেতা মোহাম্মদ ইউছুপ, উপজেলা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম লিটন। এ ঘটনার প্রসঙ্গে পটিয়া থানার উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা দায়ের করেনি। তবে পুলিশের সঙ্গে পরিবারের আলাপ হয়েছে জানাযা ও মরদেহ দাফন সম্পন্ন করে থানায় মামলা দায়ের করবেন। মামলা রেকর্ড হলে পুলিশ আসামিদের গ্রেফতার করবেন।