পটিয়ায় নজীর আহমদ ফাউন্ডেশনের প্রবারণা পূর্ণিমায় বস্ত্র বিতরণ

12

পটিয়া প্রতিনিধি

পটিয়া নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের উদ্যোগে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। গত ৯ অক্টোবর (রবিবার) বিকেলে উপজেলার ঊনাইনপুরা লঙ্কারাম বৌদ্ধ বিহারের এসব বস্ত্র বিতরণ করা হয়। বিহারের অধ্যক্ষ বৌধিমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনায় বক্তব্য রাখেন, ঊনাইনপুরা সুহৃদ সম্মিলনির সাধারণ সম্পাদক সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব, নজীর আহমদ দোভাষ ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী মোঃ মোরশেদ, ফাউন্ডেশনের মুখপাত্র ইউছুফ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনুজ বড়ুয়া, যুবলীগ নেতা লিটন বড়ুয়া, অর্থ সচিব নজরুল ইসলাম, ছাত্রনেতা আবদুল কাদের, জয়নাল আবেদীন ফরহাদ, মোঃ জামাল।
পরে করল সার্বজনীন বৌদ্ধ বিহার, মুকুটনাইট ধাতুচৈত্র বিহার, মুকুট নাইট গৌতম বিহার, তেকোটা সৎধর্ম বিকাশ বিহার, কোলাগাঁও সার্বজনীন রত্নাংকুর বিহার এলাকায় বৌদ্ধ সাম্প্রদায়ের অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ ও ফানুস উড়িয়ে উৎসবে অংশগ্রহণ করে। বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদাযকি সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃস্টান সম্প্রদায়ের লোকজনের মধ্যে সম্প্রীতি রয়েছে। যা যুগযুগ ধরে টিকে আছে। মাঝেমধ্যে কিছু উগ্রপন্থী লোক সম্প্রীতি বিনষ্ট করে দেশে অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করে। তাদের থেকে সজাগ থাকতে হবে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জুলকারনাইন চৌধুরী জীবনের মানবিক সকল কাজে সহযোগিতা করার আহবান জানান।