পটিয়ায় দেড় লাখ টাকার কাঠ জব্দ

20

পটিয়ায় অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকার কাঠ জব্দ করেছে বনবিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ২টায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের একটি টিম পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের আকবর শাহ মাজার গেইট এলাকা থেকে কাঠগুলো জব্দ করে। ওই ঘটনায় একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
সূত্র জানায়, শহর রেঞ্জ কর্মকর্তা মো. ওমর ফারুকের নেতৃত্বে ও বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে সোমবার রাত পৌনে ২টায় এই অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে পরিবহনকালে সেগুন ও গামার গোল কাঠ বোঝাই ডাম্পার জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বন কর্মচারী ও কর্মকর্তা জসিম উদ্দিন, জাকির হোসেন, মোহাম্মদ ইউনুচ, আবুল হোসেন, রফিকুল ইসলাম।
দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (শহর রেঞ্জ) মোহাম্মদ ওমর ফারুক বলেন, সেগুন ও গামার গোল কাঠ অবৈধভাবে পাচারের খবর পেয়ে বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকার কাঠ জব্দ করা হয়েছে। কাঠ জব্দ করার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।