পটিয়ায় দুই সহোদরকে কুপিয়ে হত্যার চেষ্টা

24

পটিয়ার জিরি ইউনিয়নের উত্তর কৈয়গ্রাম এলাকায় দুই সহোদরকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় এক আসামি গ্রেপ্তার হলেও ৫ আসামি এখনো ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে। এসব আসামি মামলা তুলে নিতে বাদিকে হুমকী দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর জিরি ইউনিয়নের উত্তর কৈয়গ্রাম এলাকার বাসিন্দা আবদুল জব্বারের পুত্র মোহাম্মদ ইউসুপ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় মোট ৬ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। এর মধ্যে গত রবিবার পুলিশ অভিযান চালিয়ে ৪ নম্বর আসামি মোহাম্মদ আলমগীর (২৫) কে গ্রেপ্তার করে। সে একই এলাকার ১ নম্বর ওয়ার্ডস্থ উত্তর কৈয়গ্রামের বাসিন্দা আবুল কালামের পুত্র। পলাতক আসামিরা হলেন- মোহাম্মদ আনোয়ারের পুত্র মোহাম্মদ আরিফ ও নঈম উদ্দিন, আবুল কালামের পুত্র মোহাম্মদ দিদার, মৃত নুর আহমদের পুত্র মোহাম্মদ আনোয়ার। সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি দিকে আসামিরা বাদীর বৃদ্ধা নানীকে মারধর করে। এ ঘটনায় পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এ অভিযোগের সূত্র ধরে গত ১৪ ফেব্রূয়ারি দুই সহোদর মামলার বাদি ইউসুপ ও হাবিবুল্লাহ বাহারের উপর আসামিরা হামলা চালায়। ওই ঘটনায় মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার কিরিচ ও ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হয়। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় আহত অপর ভাই মোহাম্মদ ইউসুপ বাদি হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করে। মামলায় পুলিশ একজকে গ্রেপ্তার করে। সে বর্তমানে কারাগারে রয়েছে। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, মামলা দায়েরর পর পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়েছে আসামিদের গ্রেপ্তারের জন্য। ৬ আসামির মধ্যে ১ জনকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, এসব আসামির অবস্থানের বিষয়ে খোজ নেয়া হচ্ছে।