পটিয়ায় দুই পীরের ভক্তদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

196

ওরশে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে পটিয়ার সাতগাছিয়া দরবারে দুই পীরের ভক্তদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ৫জন ভক্ত আহত হয়েছেন। গতকাল সোমবার বিকাল ৫টার সময় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, রফিক (৪৫), হেলাল (১৮), আলমগীর (৪৫), কায়কোবাদ (৫০), নাছির (৪২)। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,একটি জমি নিয়ে দুই পীরের মধ্যে বিরোধ চলে আসছিল। সাতগাছিয়া দরবারের ফরমান উল্লাহ্ (রহ.) সুলতানপুরী জমিতে বাঁশের ঘেরা দেয়। এ বিষয়ে আবুল মকছুম মোতাছিম বিল্লাহ্ সুলতানপুরীর সাথে তার পুত্র হুজ্জাতুল মোবাল্লিগ সুলতানপুরীর মধ্যে বাকবিতান্ডা হয়। এসময় উভয় পক্ষের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে পীর ফরমান উল্লাহ্ সুলতানপুরীর পুত্র হুজ্জাতুল মোবাল্লিগ সুলতানপুরী জানান, অন্যায়ভাবে সম্পদ বিল্লাহ্ সুলতানপুরী তাদের দখলীয় জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে ২ শতাধিক ভক্ত মুরিদান এনে হামলা চালিয়ে তাদের বাড়ি ঘর ভাঙচুর করেছে এবং তাদের ভক্ত মুরিদানদের আহত করেছে।
আবুল মকছুম মোতাছিম বিল্লাহ্ (সম্পদ) সুলতানপুরীর মুরিদান মাইমুনুল ইসলাম জানান, তাদের পীর সাহেবের ওরশের মহিষ ও গরু ঢোকানোর পথ অন্যায়ভাবে অবরুদ্ধ করার কারণে ভক্ত মুরিদানরা ক্ষিপ্ত হন।
পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ্ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পীরের মুরিদানদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ বিষয়ে বৈঠকের মাধ্যমে সুরাহার চেষ্টা চলছে।