পটিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের অনুষ্ঠানে হুইপ ঘোষণা দিয়ে দুর্যোগ নয়, যুদ্ধ হয়

14

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় আলোচনা সভায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, ঘোষণা দিয়ে দুর্যোগ নয়-যুদ্ধ হয়। তাই দুর্যোগ মোকাবেলায় সবসময় প্রস্তুতি থাকা জরুরি। দুর্যোগকে মোকাবেলা তথা বুক দিয়ে ঝড় তুফান ঠেকানো সম্ভব নয়। এখন আধুনিক প্রযুক্তির সহায়তায় ঠেকাতে হয়। হঠাৎ বিপদ এলে কি করতে হবে তা জানতে হবে। দুর্যোগকে মোকাবেলা করার জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে। তুরস্ক অনেক উন্নত রাষ্ট্র। কিন্ত দুর্যোগ তাদের কি অবস্থা করেছে তা থেকে শিক্ষা নিতে হবে এবং সতর্ক থাকতে হবে নিজেকে আত্মরক্ষার জন্য। শেখ হাসিনার নির্দেশ মেনে চলতে হবে। দুর্যোগ কখনো বলে আসে না। ঘোষণা দিয়ে যুদ্ধ হয়। কিন্তু দুর্যোগ নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসাইন, এম এজাজ চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ।
এর আগে পটিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও অগ্নিকাÐ বিষয়ক মহড়া দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু বলেন, সবসময় প্রস্তুতি থাকতে হবে। তাহলে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়। এজন্য প্রস্তুতি কি কি থাকা জরুরি সকলকে জানতে হবে। ইউএনও আতিকুল মামুন বলেন, দুর্যোগ কি তা সকলকে জানতে হবে। প্রাকৃতিক বা মানুষ সৃষ্টও হতে পারে। মানুষের পক্ষে সহজে মোকাবেলা করা যায় না। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হয়। এজন্য সচেতনতা সবচেয়ে বেশি জরুরি।