পটিয়ায় এবিটস ফুটবল টুর্নামেন্টের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কিশোয়ান এফসি

60

পটিয়ায় কেডিএস গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবিট্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ান হয়ে হ্যাটট্রিক করেছে পাঁচলাইশ কিশোয়ান এফসি। গতকাল ৮ মার্চ শুক্রবার সাইদাইর খলিল-মীর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে দোহাজারী আবাহনীকে ৩-২ গোলে পরাজিত করেছে তারা। উত্তেজনাপূর্ণ খেলার শুরুর সাত মিনিটে দোহাজারী এক গোল দিয়ে এগিয়ে গেলেও ১৭ মিনিটে কিশোয়ান গোল দিলে ১-১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের একেবারে শেষে কিশোয়ান পরপর দুই গোল দিলে ৩-১ গোলে এগিয়ে যায়। দোহাজারী আর খেলায়া ফিরতে না পারলেও শেষে একগোল পরিশোধ করলে খেলা ৩-২ গোলে শেষ হয়। খেলায় একাই তিন গোল দিয়ে হ্যাট্রিক করে এবং সেরা খেলোয়াড় হয় বিজয়ী দলের খেলোয়াড় কেসি। খেলা পরিচালনা করেন সিজেকেএস রেফারি বিটু বড়ুয়া। খেলায় জাতীয় ফুটবল দলের মামুনুলসহ একঝাঁক বিদেশী ফুটবলার অংশগ্রহণ করলে খেলা দেখতে মাঠে হাজারো দর্শকের ঢল নামে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী এ টুর্নামেন্টের পর্দা নামলো।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট খলিলুর রহমান। টুর্নামেন্ট কমিটির আহবায়ক এম ইদ্রিচ চৌধুরী অপুর সভাপতিত্বে ও এবিটস’র সেক্রেটারী জসিম উদ্দীন বাবুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সুবেদার স্টীলের চেয়ারম্যান লোকমান হাকিম, আলম স্টীলের চেয়ারম্যান শামশুল আলম, মুক্তিযোদ্ধা ফজল আহমদ চৌধুরী, বক্তব্য রাখেন এম. সোহেল মাহমুদ সাগর, এবিটস’র সহ-সভাপতি ইউছুফ টিটু, টুর্নামেন্ট কমিটির সচিব হাশেম বাদুল, মামুন উদ্দিন জীবন, এসএম রহিম, তারেক মুহাম্মদ হাসান খান, জাহাঙ্গীর আলম, এমরান হোসেন জীবন, শহিদুল ইসলাম ফাহিম, আলী শিপন, আনচারুল হক আনচার, নেজাম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি