পটিয়ায় আলোচনা সভায় হুইপ শেখ হাসিনা আগাম চিন্তা ও উন্নয়ন কাজ করেন

32

পটিয়া প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনা আগাম চিন্তা, কাজ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাজ করেন। তার উপর আল্লাহ রহমতও আছে। তাই বার বার দুর্যোগ থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন। কর্ণফুলী ট্যানেল হওয়ার আগেই তিনি পটিয়ার উপর দিয়ে বঙ্গবন্ধু সড়ক ও গার্ডার সেতু তৈরির কাজ শুরু করেন। এখন এর সুফল পাওয়া যাবে। দখলবাজরা তার বিরুদ্ধে অপপ্রচার লিপ্ত উল্লেখ করে বলেন তারা সফল হবে না। পটিয়ায় কোন সন্ত্রাসীকে স্থান দেয়া হবে না। গতকাল বুধবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মীর নাজমুল সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী শাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরিদ আহমদ চৌধুরী। হুইপের ব্যক্তিগত সচিব হাবিবুল হক চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম এন নাছির প্রমুখ। সভা শেষে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত ৩২ পরিবারের মধ্যে এক বান্ডিল ঢেউটিন ও প্রতি পরিবারকে ৩ হাজার টাকার চেক প্রদান করেন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীগণ অগ্নিকান্ডের সময় রক্ষা পেতে মহড়া উপস্থাপন করেন।