পটিয়াতে প্রত্যয়ের উদ্যোগে মুক্তিযুদ্ধের বিজয় উৎসব

93

এসো স্বপ্ন দেখাই, আলো ছড়াই, একসাথে স্লোগান নিয়ে বিজয় দিবসে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধের বিজয় উৎসব। গত ১৬ ডিসেম্বর পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সারাদিনব্যাপী এ উৎসবে ছিল বিজয় র‌্যালি, মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা, চিত্রংকন প্রতিযোগিতা, বিভিন্ন সংগঠনের দলীয় পরিবেশনা, আলোচনা ও মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযুদ্ধের গান, নৃত্য, আবৃত্তি, চিত্রনাট্য, একাত্তরের চিঠি পাঠ, ফানুস ওড়ানো ও বিভিন্ন গেইম শো। মুক্তিযুদ্ধের বিজয় উৎসব কমিটির চেয়ারম্যান ডা: তাসলিম চেীধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। একাডেমির সদস্য শুকান্ত দাশ ও জাহিদুল ইসলাম রকিবের সঞ্চালনায় আলোচনা এবং কথামালায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ আবদুল আলিম, খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব, উৎসবের উদ্বোধক ডা. দিলীপ ভট্টাচার্য্য, কো-চেয়ারম্যান অধ্যাপক শান্তপদ বড়ুয়া, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পটিয়া পৌরসভার কাউন্সিলর গোফরান রানা, নিরাপদ সড়ক চাই পটিয়া শাখার সভাপতি সপু বড়ুয়া, শাপলা কুড়িঁ আসর পটিয়ার সভাপতি আবদুল করিম, পটিয়া থিয়েটারের সাধারন সম্পাদক প্রভাষক ভগিরৎ দাশ, মাবিলা এন্ড ছৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুনুর রশিদ, উৎসবের যুগ্ন সচিব ডা. সাইফুদ্দীন খালেদ, ব্যাংকার জিকেএম পিয়ারু, নুরুল হোসাইন, এডভোকেট বাপ্পা ঘোষ, ব্যবসায়ী মজিবর রহমান ও একাডেমির সমন্বয়ক এমরান হোসেন রাসেল। সকাল ৯টায় মুক্তিযুদ্ধের বিজয় র‌্যালির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। তারপর শুরু হয় মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, রক্ত দান ও রক্ত গ্রুপ পরীক্ষা কর্মসূচি। বিকাল ৩টায় শুরু হয় চিত্রাংকন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের গল্প। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আবুল কাশেন এবং বীরঙ্গনা মুক্তিযোদ্ধা আছিয়া খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের ফাঁকে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি