পঞ্চমবারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত

7

 

পঞ্চমবারের মত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছে উপমহাদেশের দল ভারত। গত শনিবার অনুষ্ঠিত ফাইনালে ভারত ৪ উইকেটে হারায় ইংল্যান্ডকে। এন্টিগায় অনুষ্ঠিত টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ইংল্যান্ড। কিন্তু ব্যাট হাতে নেমে ভারতের বোলিং তোপে স্কোরবোর্ডে ৬১ রান তুলতেই ৬ উইকেট হারায় ইংলিশরা। ৯১ রানে সপ্তম উইকেট পতনের পর অষ্টম উইকেটে ১১২ বলে ৯৩ রানের জুটি গড়েন জেমস রিউ ও জেমস সেলস। ১১৬ বলে ১২টি চারে ৯৫ রানে রিউ ফিরলেও, ৬৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন সেলস। শেষ পর্যন্ত ৪৪ দশমিক ৫ ওভারে অলআউট হবার আগে ১৮৯ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। ইংল্যান্ডের বড় স্কোর করতে দেননি ভারতের দুই পেসার রাজ বাওয়া ও রবি কুমার। বাওয়া ৩১ রানে ৫ ও রবি কুমার ৩৪ রানে ৪ উইকেট নেন। জয়ের জন্য ১৯০ রানের লক্ষ্যে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় ভারত। এরপর ৪৯ ও ৪৬ রানের ছোট দু’টি জুটিতে দারুণভাবে লড়াইয়ে টিকে থাকে ভারত। এই দুই জুটিতে বড় অবদান ছিলো শেখ রাশেদের। ৮৪ বলে ৬টি চারে ৫০ রান করেন তিনি। তবে পঞ্চম উইকেটে বাওয়া-নিশান্ত সিঁদুর ৮৮ বলে ৬৭ রানের জুটি ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে যায়। শেষ ১৪ বল হাতে রেখে শিরোপা জয়ে মেতে উঠে ভারত।