নয়াদিল্লীতে বিশ্ব টেকসই উদ্যোগ সম্মেলন অনুষ্ঠিত

9

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ঘোষণা অনুযায়ী ‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যে এবং ‘প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’ শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নয়াদিল্লীতে দ্যা পলিসি টাইমস্ উদ্যোগে ৯০টি দেশের অংশগ্রহণে দুইদিনব্যাপী ভার্চুয়াল বিশ্ব টেকসই উদ্যোগ সম্মেলন অনুষ্ঠিত হয়। পলিসি টাইমসের প্রতিষ্ঠাতা পরিচালক আকরাম হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রীপ্রকাশ জাভাদেকর, প্রধান বক্তা ছিলেন ভারতের মন্ত্রী পরিষদের সদস্য, এনআইটিআই আইন ভারত সরকার ভাইস চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. রাজীব কুমার, বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সের মহাপরিচালক ড. অজয় মাথুর, ইন্ডিয়া গেøাবাল স্মার্ট সিটি প্যানেলের চেয়ারম্যান ড. পি. শেখর, বাংলাদেশ মেরিন ফিশারিজ এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান চৌধুরী, ইউএন পরিবেশ প্রোগ্রাম ভারতীয় অফিসের প্রধান অতুল বাগাই, গভর্নিং কাউন্সিল ইন্ডিয়ান প্লাস্টিক ইনস্টিটিউট কোষাধ্যক্ষ ড. সামি যোশি, আন্তর্জাতিক সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি জি.এম তাওসীফ।
বিশ্বের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার কিছু অংশ তুলে ধরে মশিউর রহমান চৌধুরী বলেন, মনুষ্য বাসের এই পৃথিবীতে যাতে ভয়াবহ বিপর্যয় নেমে না আসে সেজন্য জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মধ্যে থাকা সব স্বল্পোন্নত দেশের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের আন্দোলনের প্রতিনিধি হয়ে উঠেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সব আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তার জলবায়ু এজেন্ডা বিশ্বনেতাদের সামনে উপস্থাপন করে প্রশংসিত হচ্ছেন। শেখ হাসিনা উদ্ভাবনমূলক নীতিগত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যেমন বাংলাদেশকে প্রস্তত করে তুলছেন তেমনই বিশ্ব বিবেককে এ ব্যাপারে এগিয়ে আসার আন্দোলনে নেতৃত্ব দিয়ে চলেছেন। প্যারিস চুক্তিতে বিশ্বনেতাদের প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নে এবং জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপ্রবণ এবং দরিদ্র দেশগুলোর পক্ষে বিশ্ব জনমত গঠনের আন্দোলনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভূমিকা বিশ্বসভায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করে তুলছে। বিজ্ঞপ্তি