নয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

55

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের পৃষ্ঠপোষকতায় নয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন অভিযান ক্লাব আয়োজিত শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম জোয়ার ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে জিতে জয়পুর অভিযান সংসদ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ও মিরসরাই স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের শামীম ম্যান অব দ্য ফাইনাল ও টুর্নামেন্টের সেরা গোলদাতা নির্বাচিত হয়। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন চ্যাম্পিয়ন দলের আব্দুল বাতেন কমল। সেরা গোলরক্ষক হন মিরসরাই স্পোর্টিংয়ের নুর উদ্দিন। চ্যাম্পিয়ন দলকে ট্রফির সাথে ৫০ হাজার টাকার প্রাইজবন্ড ও রানার্সআপ দলকে ট্রফির সাথে ৩০ হাজার টাকার প্রাইজবন্ড দেওয়া হয়।
ফাইনালে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল। ফাইনালের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। আমন্ত্রিত অতিথি ছিলেন চিত্রনায়ক রুবেল ও চিত্রনায়িকা নীলিমা।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সোলেমান উদ্দিন বাদশার সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক সজিবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, নাহার এগ্রো গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, হিঙ্গুলী ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন, ধুম ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মোঃ জাহাঙ্গীর ভ‚ঁইয়া, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান বিল্পব, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, শাখাওয়াত উল্ল্যাহ রিপন, সুলতান গিয়াস উদ্দিন জসীম, শেখ সেলিম, এস এম আবুল হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নয়ন চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, নোয়াখালী থেকে ১৬ টি দল অংশগ্রহণ করে।