ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা বাস্তবায়নের আহবান

27

 

যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবসের ১৩৬তম বার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গত ১ মে সকাল ৯টায় ষোলশহর কর্ণফুলী মার্কেটের সামনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, চট্টগ্রাম জেলা সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সমাবেশ পরিচালনা করেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো. মামুন। সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) চট্টগ্রাম জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউছুপ, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, চট্টগ্রাম জেলা হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন এর উপদেষ্টা মোঃ সোহেল, সামুদ্রিক মৎস্য শিকারী জাহাজ শ্রমিক ইউনিয়ন এর নেতা আব্দুর রহমান, মোহরা এশিয়ান এ্যাপারেলস লি: শ্রমিক ইউনিয়ন এর সভাপতি জ্যোস্না বেগম, ফরচুন এ্যাপারেলস লি: শ্রমিক ইউনিয়ন এর সভাপতি জেসমিন বেগম, মেরিন কারিগর শ্রমিক সংঘ এর সহ সভাপতি আলমগীর, এ্যারো জিন্স (প্রা:) লি: শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, পি.এম গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি জামাল উদ্দিন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ১লা মে’র আন্দোলন বিশ্বের শ্রমিক শ্রেণীর জন্য এক ঐতিহাসিক ঘটনা, মালিক শ্রেণীর সরকার দমন-নিপীড়ন নির্যাতন, প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসি, গুলি করে হত্যা করার পরও শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ বীরত্বপূর্ণ লাগাতার সংগ্রামে মালিকরা পরাজয় বরণ করে শ্রমিকদের ৮ ঘন্টা কর্মদিবসের দাবী মেনে নেন। আজও আমাদের দেশে অনেক সেক্টরে ৮ ঘন্টা কর্ম দিবস বাস্তবায়ন নাই, শ্রমিকদের উপর চলছে ধমক-নিপীড়ন-নির্যাতন। নাই বাঁচার মত মজুরি, চাকুরির নিশ্চয়তা ও জীবনের নিরাপত্তা।
এই অবস্থায় শ্রমিকদের ঐক্য ও সংহতি গড়ে তোলার পাশাপাশি শ্রম শোষণ থেকে মুক্তির লক্ষ্যে জাতীয় ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা ঘোষণা, অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন, কর্মক্ষেত্রসহ জীবনের নিরাপত্তা, পি.এম গার্মেন্টস এর ১৬ জন শ্রমিকের বে-আইনী বরখাস্ত আদেশ প্রত্যাহার, ফরচুন এ্যাপারেলস লি: এর চাকুরিচ্যুত শ্রমিকদের চাকুরিতে পূণর্বহাল ও ফরচুন এ্যাপারেলস লি: এ সিবিএ নির্বাচন এর দাবীতে লাগাতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন। সমাবেশ শেষে এক র‌্যালী নাসিরাবাদ শিল্পাঞ্চল পদক্ষিণ করে টেকনিক্যাল মোড়ে এসে শেষ হয়।