ন্যায়বান আদর্শ প্রজন্ম সৃষ্টিতে দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম

87

নেছারিয়া কামিল (এম এ) মাদ্রাসার অধ্যক্ষ বরেণ্য আলেমেদ্বীন আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন,- জ্ঞান আত্মকেন্দ্রিক নয় এবং যার পরিধিও সংকীর্ণ নয়। সুতরাং জ্ঞান প্রদীপের মাধ্যমে জ্ঞানী যেমনিভাবে নিজেকে সঠিক পথে পরিচালিত করবে তেমনি সমাজের অবহেলিত-অত্যাচারিত মানবতাকেও সঠিক পথের সন্ধান দেবে ও পরিচালিত করবে। এক্ষেত্রে দ্বীনি শিক্ষা যুগ পরম্পরায় কার্যকর ভ‚মিকা রেখে আসছে। দ্বীনি শিক্ষার্জনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিশুদ্ধ চরিত্র গঠনপূর্বক জাতীয় জীবনে একটি সুস্থ, সুন্দর, স্থিতিশীল ও মানবিক মূল্যবোধের সমাজ বিনির্মানে নিরবচ্ছিন্ন খেদমত আঞ্জাম দিয়ে আসছে। তাই শিক্ষার্থীদের সর্বপ্রকার অনৈতিক ও গর্হিত কর্মকান্ড থেকে নিজেকে মুক্ত রেখে সুশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। এছাড়াও সুশিক্ষিত, মেধাবী, কর্মক্ষম ও আদর্শ প্রজন্ম সৃষ্টির জাতীয় লক্ষ্য বাস্তবায়নে দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম বলে তিনি মন্তব্য করেন। নেছারিয়া কামিল (এম.এ) মাদ্রাসার উদ্যোগে গত ৬ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় মাদ্রাসাস্থ ইমাম আবু হানিফা (রা:) মিলনায়তনে ফাজিল (¯œাতক) পাস এবং ওরিয়েন্টেশন ক্লাস-২০২০ ও ফাজিল অনার্স ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দানকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,- নেছারিয়া কামিল (এম এ) মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আল্লামা শরীফ মোহাম্মদ সোলাইমান আলহাছানী, মাদ্রাসার বর্তমান উপাধ্যক্ষ শায়খুল হাদিস আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকী, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী, প্রধান মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা এনামুল হক শিকদার, প্রধান ফকিহ আলহাজ্ব মাওলানা ড. কামাল উদ্দীন আযহারী, মাওলানা মুঈনুদ্দীন, মাওলানা আলাউদ্দিন, জনাব মীর্জা মহসিন, জনাব ইরফান উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি