নৌবাহিনীর স্পিডবোট ডুবি সন্দ্বীপ চ্যানেলে

48

সীতাকুন্ড-সন্দ্বীপ চ্যানেলে নৌবাহিনীর স্পীডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে সাগরে থাকা জেলেদের কারণে প্রাণে রক্ষা পায় দশ নাবিকের জীবন। গতকাল সোমবার সকালে উপজেলা ফৌজদারহাট সাগর উপকূল এলাকায় এ ঘটনা ঘটলেও জেলেরা নাবিকদের উদ্ধার পরবর্তী কুমিরা ঘাটঘর এলাকা দিয়ে নিয়ে আসেন। তবে নৌ-বাহিনীর সংশ্লিষ্টরা কোনো তথ্য না জানানোর কারণে উদ্ধার হওয়া নাবিকদের নাম-ঠিকানা জানা যায়নি।
স্থানীয় মিঠুন বলেন, ‘ফৌজদারহাট সাগর উপকূল এলাকায় নৌ-সদস্যদের একটি স্পীডবোট ডুবে গেলে সাগরে থাকা জেলেরা তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে কুমিরা ঘাট দিয়ে ১০ জনকে নিয়ে আসে। তবে ১০ জন থেকে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় নৌ-বাহিনীর হেলিকপ্টার দিয়ে চিকিৎসার জন্য নিয়ে যান।
এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানার ওসি মো. দেলওয়ার হোসেন জানান, ‘আমি বিষয়টি শুনে কুমিরা ঘাটে পুলিশ পাঠিয়েছি, কিন্তু ডুবে যাওয়া নৌ-সদস্যরা উদ্ধার হওয়ার পর পর ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় আমরা কারো নাম-ঠিকানা এবং তেমন কোনো তথ্য পাইনি’।