নৌকা দেশের শান্তি ও উন্নয়নের প্রতীক

58

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, নৌকা শান্তি ও উন্নয়নের প্রতীক। আওয়ামী লীগ সককার ক্ষমতায় থাকলে দেশে শান্তি ও উন্নয়ন হয়। বর্তমান সরকারের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে। আপনারা মা-বোনেরা এসব অপপ্রচারে কান দিবেন না। গতকাল বৃহস্পতিবার বিকালে বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে আনোয়ারায় উপক‚ল রক্ষায় ২৮০ কোটি টাকার বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। কোরিয়ান ইপিজেডে হাজার হাজার নারীরা চাকরি করছে। আরো একটি চায়না ইকোনমিক জোন প্রতিষ্ঠিত হচ্ছে। কর্ণফুলীর তলদেশে নির্মাণ হচ্ছে টানেল। এগুলো বাস্তবায়ন হলে আনোয়ারায় আর বেকার মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর এজন্য বর্তমান সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। বৈরাগ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি রাসেলের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বাহাউদ্দিন খালেক শাহাজী, জেলা পরিষদের নারী সদস্য রেহেনা ফেরদৌস, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাঈনুদ্দিন খান পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এম এ ছবুর, যুবলীগ নেতা আবু শামা, মুজিবুর রহমান, নুরুল আলম, আকতারুজ্জামান, এম এ মান্নান মান্না, ইমরান খান, সালাউদ্দিন সেরু, দেলোয়ার হোসেন, মোজাহিদুল ইসলাম সুমন, আবদুর রহিম, এনামুল হক সুমন, সাজ্জাদ হোসেন, সাদ্দাম হোসেন মেম্বার, ছাত্রলীগ নেতা এরফান আলী প্রমুখ। সমাবেশের পরে নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বৈরাগ, তৈলারদ্বীপ, বন্দর কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।