নৌকার বিজয়ে মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য : মোশাররফ

46

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে ‘নৌকা’ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে নগরীর নন্দনকাননস্থ তাঁর বাসভবনে মতবিনিময় করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা। ১২ জানুয়ারি শনিবার রাত ৮টায় সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা নব নির্বাচিত সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারি কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারি কমান্ডার মো. খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার এফএফ আকবর খান, কোতোয়ালী থানা কমান্ডার সৌরিন্দ্রনাথ সেন, বন্দর থানা কমান্ডার কামরুল আলম যতু, বাকলিয়া থানা কমান্ডার মো. আলী হোসেন, সদরঘাট থানা কমান্ডার জাহাঙ্গীর আলম, পতেঙ্গা থানা কমান্ডার জাগির হোসেন, কোতোয়ালী থানার ডেপুটি কমান্ডার রফিকুল আলম, হালিশহর থানার ডেপুটি কমান্ডার মঈনুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আশীষ গুপ্ত, নূর আহমদ, সৈয়দ আহমদ, রঞ্জন সিংহ, প্রশান্ত সিংহ, আবদুল কায়েস, গোলাম নবী, আবদুল হাফেজ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, সন্তান কমান্ড মহানগর শাখার যুগ্ম আহব্বায়ক মিজানুর রহমান সজীব প্রমুখ।
মতবিনিময় সভায় নব নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রতীক নৌকা প্রার্থীদের বিজয়ী করতে দিন-রাত প্রচারণা চালিয়ে গেছেন। তাদের অবদান অনস্বীকার্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অতীতেও মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। আগামীতেও তাদের বিষয়ে সরকার বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবেন। তিনি মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের বিষয়ে গুরুত্বারোপসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ ও তাঁকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি